call Call Now: +8801759908988

সুদ, সম্মান ও নসিহত: একটি বাস্তব অভিজ্ঞতা

আপনাদেরকে এক অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসারের ঘটনা বলি। যার সাথে আমি খুব কঠোর ব্যবহার করেছি। সেটার জন্য আমি খুব অনুতপ্ত। 

গত দুই বছর পূর্বে একজন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসারের ট্যাক্স ফাইল আমি রিসিভ করি। তিনি নিজে যে খুব সম্মানিত মানুষ, সেটা তিনি বিভিন্ন এঙ্গেলে কথা বলে আমাকে বোঝানোর চেষ্টা করেন এবং নিজেকে খুব ধার্মিক মানুষ হিসেবে উপস্থাপন করেন। অথচ বাস্তবে তিনি ব্যাংকে কোটি টাকা রেখে সুদ খাচ্ছেন, এবং নিজের কোটি টাকা থাকা সত্ত্বেও ব্যক্তিগত কাজের জন্য ব্যাংক থেকে লোন নিয়ে রেখেছেন।

আমি প্রথম বছর তাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। তিনিও সামনের বছরের মধ্যে এসব ঝামেলা শেষ করে ফেলবেন বলে আমাকে আশ্বস্ত করেন। কিন্তু দ্বিতীয় বছর তার ট্যাক্স ফাইল করার সময় দেখি কোনো পরিবর্তন নাই। আগের মতোই ব্যাংকের সাথে লেনদেনগুলো কন্টিনিউ করছেন। তার ওপর তিনি আবার ধর্মের বুলি আওড়াচ্ছেন, যা তিনি প্রথম বছরও বলেছিলেন। তিনি বয়স্ক মানুষ, হয়তো ভুলে গেছেন যে আমি তাকে গত বছর পরিশুদ্ধ হওয়ার জন্য বলেছিলাম।

এদিকে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি কয়েকটা এমন কথা বলি, যা উনার গায়ে লাগার মতো অপমানজনক ছিল। তিনি রেগে মেগে আগুন। উনি বলেন, তাকে এমন কটু কথা বলার সাহস কেউ কোনোদিন পায়নি, কোনো শিক্ষক সারাজীবন তার সামনে উঁচু স্বরে কথা বলার সাহস পায়নি। তিনি চাইলে তার ট্যাক্স ফাইল অ্যাটর্নি জেনারেলকে দিয়ে সাবমিট করাতে পারেন—আরও কত কথা। রীতিমতো ঝগড়া লেগে যায়।

আমি বললাম, আপনি যত কথাই বলেন না কেন, আপনি সুদের সাথে সম্পৃক্ত। যাই হউক, এই বছর উনার ট্যাক্স রিটার্ন সাবমিট করে সকল কাগজ পত্র বুঝিয়ে দিয়ে দেই, যাতে আগামী বছর আমার কাছে না আসলেও উনার ট্যাক্স রিটার্ন সাবমিটে কোন সমস্যা না হয়।

কয়েকদিন আগে উনি আমাকে কল দিয়েছিলেন। তিনি অনুধাবন করেছেন—আমি কঠিনভাবে কথা বললেও কথাগুলো সঠিক। তিনি আমাকে নসিহত করেছেন আরও হিকমতের সাথে কথা বলার জন্য। আমিও ব্যক্তিগতভাবে অনুধাবন করছি—আমি একবারে বেশি, দুইবার একই ভুল দেখেই মেজাজ হারিয়ে ফেলেছিলাম। আর আমার আল্লাহ কত মেহেরবান—জেনে–শুনে এত এত অপরাধ করি, তবুও আল্লাহ নিজ মহিমায় আমাদের ক্ষমা করে দেন বলেই এখন পর্যন্ত সম্মান নিয়ে বেঁচে আছি।

Share this article

Popular Posts