ন্যূনতম কর (Minimum Tax) কেন অনেক করদাতার জন্য অন্যায্য?

বাংলাদেশে ন্যূনতম কর ব্যবস্থায় এমন অনেক ব্যক্তি আছেন, যাদের প্রকৃত আয় খুব কম হলেও একটি নির্দিষ্ট অঙ্কের কর দিতে হয়। এটি অনেক ক্ষেত্রে ন্যায্যতার পরিপন্থী।
একজন ক্ষুদ্র ব্যবসায়ী বা সামান্য আয়ের ব্যক্তি যখন প্রকৃত লাভ ছাড়াই ন্যূনতম কর দিতে বাধ্য হন, তখন করব্যবস্থা তার জন্য শাস্তিমূলক হয়ে ওঠে। করের মূল দর্শন হওয়া উচিত সামর্থ্য অনুযায়ী কর আরোপ।
এই নীতির ফলে অনেক করদাতা রিটার্ন দাখিলেই আগ্রহ হারান, যা দীর্ঘমেয়াদে রাজস্ব ব্যবস্থার জন্যও ক্ষতিকর।
👉 ভাবনার বিষয়: কর আদায়ের চেয়ে কর ব্যবস্থায় আস্থা তৈরি করাই হওয়া উচিত মূল লক্ষ্য।
Share this article
ন্যূনতম কর (Minimum Tax) কেন অনেক করদাতার জন্য অন্যায্য?

বাংলাদেশে ন্যূনতম কর ব্যবস্থায় এমন অনেক ব্যক্তি আছেন, যাদের প্রকৃত আয় খুব কম হলেও একটি নির্দিষ্ট অঙ্কের কর দিতে হয়। এটি অনেক ক্ষেত্রে ন্যায্যতার পরিপন্থী।
একজন ক্ষুদ্র ব্যবসায়ী বা সামান্য আয়ের ব্যক্তি যখন প্রকৃত লাভ ছাড়াই ন্যূনতম কর দিতে বাধ্য হন, তখন করব্যবস্থা তার জন্য শাস্তিমূলক হয়ে ওঠে। করের মূল দর্শন হওয়া উচিত সামর্থ্য অনুযায়ী কর আরোপ।
এই নীতির ফলে অনেক করদাতা রিটার্ন দাখিলেই আগ্রহ হারান, যা দীর্ঘমেয়াদে রাজস্ব ব্যবস্থার জন্যও ক্ষতিকর।
👉 ভাবনার বিষয়: কর আদায়ের চেয়ে কর ব্যবস্থায় আস্থা তৈরি করাই হওয়া উচিত মূল লক্ষ্য।